হরেকৃষ্ণ নাম

কবি  সমীরণ সরকার

ব্যারাকপুর, ৮৯৮১২৯১৬০৪

 

কৃষ্ণ নামে মজছে যে, বিলিয়ে দিয়েছে নিজেকে তার চরণে

হরে কৃষ্ণ, কৃষ্ণ বলে ডাকে তারে অন্তরের কথা জানায় বারে বারে

কি মধুর ডাক শুনতে লাগে, কৃষ্ণ নাম আসে যখন কানে

যুগে যুগে জন্মেছিলেন নানা রূপে নানা নামে এই ধরা ধামে

রাম ও কৃষ্ণ মিলনে হয়েছিলেন রামকৃষ্ণ

তাঁদের বাণী আমরা শুনি করি তাঁদের প্রণাম

একই অঙ্গে নানারূপে বিরাজমান

মানবের অন্তর কেঁদে ওঠে, মনের দেবতাকে রাখে ঘরে

মাকালি, মা-তারা, দেবাদিদেব মহাদেব, সিদ্ধিদাতা গণপতি

মা লক্ষ্মী, মা সরস্বতী, মা মঙ্গলচন্ডী, আর কত দেবদেবী পূজা করে থাকে

লোকনাথবাবাকে মনের ভক্তি দিয়ে পূজা করে

মনে প্রাণে ডাকলে পরে রক্ষা করে থাকেন।

যুগ যুগ ধরে পূজা পার্বনের মধ্যে দিয়ে ভক্তরা দেবদেবীকে স্মরণ করে

মানবের মধ্যে আছে শক্তি, শক্তিতে হবে মুক্তি

হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে, ডাক তারে মন প্রাণ দিয়ে

কৃপা লাভ হবে, ধৈর্য্য ধরে থাকতে হবে

হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জয় রাধে গোবিন্দ গোপালের জয়

সকলের মঙ্গল করো, প্রণাম জানাই সকলকে।   

 

__________________________________________________________

 

 

 

__________________________________________________________

_______

 

 

 

 

 

 

 

  

Loading