গসিপ

কলমে – মধুমিতা-দেব

Deb Villa, 148/6 Mali Bagan, Lane no. 7, Kaikhali, Kolkata- 700052

“ও মনি দি, দেখেছ কি? ঐ রামজীবনের মেয়ে,

রোজই ফেরে রাতের বেলা, সঙ্গে ওটা কে?

গাড়ি চড়ে আসে রাতে, আবার কোনো দিন,

সকালবেলা ফেরে, দেখে গা  করে ঘিনঘিন।

বিরাট নাকি চাকরী করে, শুনতে পেলাম কাল,

বিয়ের পড়ে বুঝবে, কত ধানে কত চাল।

এই যে দেখ বৌমা আমার, বড় লক্ষীমন্ত মেয়ে,

ছেড়ে দিল চাকরি,আমার ছেলের দিকে চেয়ে।

প্রথম প্রথম নিজেকে সে ভাবত বড় দামী,

শেখায় নি তো কিছুই, তাকে ট্রেনিং দিলাম আমি।

রান্না বান্না, কাপড় কাচা ওসব কথা ছাড়ো,

সকাল-সন্ধ্যে ঠাকুর দেওয়া, বলব কত আরো?

ফিরত ছেলে ক্লান্ত হয়ে,দেখবে তাকে কে বা?

চাকরী আলা বৌমা যে তাই, আমিই করি সেবা।”

“অ মঞ্জু, তোর ছেলে তো ভালই করে আয়,

শুধু শুধু বৌমা কেন চাকরী করতে যায়?”

“তাই তো বলি, ও মনি দি, সে শেখেই নি তো কিছু,

চাকরী করতে যেত যে তাই বরের পিছু পিছু।

বাচ্চা হলে, আমার ছেলে ফিরিয়ে দিল হুঁশ,

বলল,’চাকরী করলে হবে না কি বাচ্চা মানুষ?’

অবশেষে ছাড়ল বৌমা ঐ যে, ছাতার জব,

বাচ্চা মানুষ,রান্না-বান্না করছে এখন সব।”

“লক্ষীমন্ত বৌমা তোমার, কপাল বড়ই ভাল,

আর, দেশের এক মেয়ের জন্য, মুখ হয়েছে কালো।

কি যেন নাম সুনীতা উইলিয়াম না চাওলা,

বুচ নামে এক পোলার সাথে, বাঁধিয়ে দিল বাওলা।

আটটি দিনের নামটি করে ন-নটি মাস পার,

পৃথিবীতে থাকল পড়ে, ঘর আর সংসার।

স্বামী বুঝি মেনিমুখো, করে না শাসন,

ন মাস ধরে শাশুড়ি-মা, মেজেছে বাসন।”

“আসলে কি জান না কি, সবাই টাকার বশ,

মোটা টাকার চাকরি বুঝি,(তাই) দিয়েছে পারমিশন।

ভেবে দেখ, এর পড়ে তে কি যে হবে দেশে,

সব বৌ-রাই এদের দেখে, চাকরী করবে শেষে।

কি আর বলি, চলি তবে, অনেক কাজ বাকী,

না দেখলে বৌমা দেবে, সব কাজেতেই ফাঁকী।”

 96 total views,  2 views today