গন ধর্ষণ

✍ – কলমে- নুপুর নন্দী

আবার সেই এলো গন ধর্ষন ,

পৃথিবী কাঁপছে ভয়ে আতঙ্কিত ।

দাউ ,দাউ ,আগুন ,আগুন ,জ্বলছে

একি সমাজের দুর্গতি ?

জবাব চাই জবাব দাও ।

কবিরা কি মুখে কুলু পেতে বসে আছে-

লিখতে পারছে না দু “কলম ? না ভয় ?

চোখে দেখতে পাচ্ছে না গন ধর্ষণ ?

শুধু নিজেদের স্বার্থে লিখলে চলবে ?

এই অপরাধী দের কি শাস্তি হবে না ।

মা বোনেরা কি সমাজে থাকতে পারবে না ?

কত দিন মুখলুকিয়ে নারীরা বাঁচবে ?

শিশু হত্যা গন দর্শন সন্দেশ খালি কর্ম কান্ডের

জন্য আমরা লজ্জিত মর্মাহত দেখুন একবার

টিভির পর্দায় । আপনারা ও চুপ থাকতে পারবেন ?

জবাব চাই জবাব দাও ?

ধর্ষনদের কঠোর শাস্তি চাই ।

যাতে মা বোনেরা সমাজে বাঁচতে পারে ।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading