কবিতা – গণতন্ত্রের উৎসব

কলমে – মুজিবর রহমান মল্লিক

……………………..

গণতন্ত্রের উৎসবে,

        মানুষ থাকে দুশ্চিন্তায় ।

গণতন্ত্রের উৎসবে,

     পুলিশ প্রশাসন থাকে উৎকণ্ঠায় !

গণতন্ত্রের উৎসবে হয়,

         অকথ্য গালিগালাজ,

গণতন্ত্রের উৎসবে হয়,

   ঘর বাড়ি ভাঙচুর আর লুঠ দারাজ

গণতন্ত্রের উৎসবে,

            সাজো সাজো রব,

গণতন্ত্রের উৎসবে,

   ছাপ্পা ভোট, রিগিং আর সন্ত্রাস।

গণতন্ত্রের উৎসবে,

   গুন্ডা মাফিয়াদের আস্ফালন!

গণতন্ত্রের উৎসবে,

         মানুষ হয় খুন আর জখম।

গণতন্ত্রের উৎসবে,

          ধর্ষিতা হয় মা,

গণতন্ত্রের উৎসবে,

            কত মায়ের কোল হয় খালি।

গণতন্ত্রের উৎসবে,

          চলে অর্থের খেলা আর যত রকম জালিয়াতি।

গণতন্ত্রের উৎসবে,

        মানুষ পায় চোখ রাঙানি ও শাসানি।

গণতন্ত্রের উৎসবে,

           চলে মৃত্যুর মিছিল,

গণতন্ত্রের উৎসবে,

            রাজকোষ হয় শূন্য।

গণতন্ত্রের উৎসবে,

          কর্পোরেট মিডিয়ার খেলা।

গণতন্ত্রের উৎসবে,

        চলে রক্তের হোলি খেলা,

গণতন্ত্রের উৎসব মানে,

              সন্ত্রাস আর সন্ত্রাস,

অবশ্যই আমরা সবাই,

            গণতন্ত্রের পূজারী!

Loading