গণতন্ত্রের লাশ
✍ – রুনা সেনগুপ্ত
সোদপুর, পল্লীশ্রী, উঃ২৪ পরগনা
খুশীতে আছি পাচ্ছি অঢেল টাকা
আজব দেশ কী আজব তার কান্ড,
বোকা বোকা সাধারণের ভার
শুনছি একি আরো আছে, ইলেক্টোরাল ফান্ড।
এইতো প্রথম শুনতে পেলাম আমি
তোলা তোলার এটাও এক ফন্দি,
রাজায় রাজায় ঘুষোঘুষি চলে
আমরা সবাই সেই ফাঁদেতেই বন্দী।
ইলেকশনের নানান প্রকার খেলা
যত টাকা সেই তো ততো দরো,
মহাজনী লীলায় চলে খেলা
টাকার জোরে আমিই দেখো বড়ো।
বাজার দর আকাশ ছুঁতে চায়
আখের গোছায় টাকা ছড়ায় কারা,
বোকা বোকা আমরা ভেবে মরি
ইলেকশনে এবার বুঝবি দাঁড়া।
ভারত নাকি জনগণের দেশ
তাদের কথা ভাবছে নাকি রাজা,
প্রজাতন্ত্রে প্রজার ভীষণ জ্বর
রাজা বসে দেখছে দেখো মজা।
লগ্নি চলে বিরাট ধনরাশির
স্বদেশ ছেড়ে বিদেশে দেয় পাড়ি,
মন্ত্রীরা সব সাজায় যখের ধন
হুঁশহীন সব জনগন আনাড়ি।
লাঠালাঠি হানাহানি করে বোকার দল
কাদের জন্যে প্রশ্ন নাহি তোলে,
ভাবে বসে তাদের জন্যে দেশ
বোকার মতন দেখো ভবি কেমন ভোলে।
টাকার জোরে মন্ত্রী কেনে ভোট
জিতলে রঙের বন্যা বওয়ায় বোকা,
হাতে নাড়ু গোপাল থাকে খুশী
চোখের সামনে আজব আজব ধোঁকা।
দেখছো যেমন বোবার মতন দেখো
বোলোনা তুমি কিচ্ছুটি বেফাঁস,
সইতে থেকো যেমন তোমরা সও
বাড়ির দরজায় গণতন্ত্রের লাশ।
……………………………………………………………………………………………………