১লা অক্টোবর থেকে ৩ রাশির, ধনসম্পদ বৃদ্ধি পাবে!

বহু সম্মান ও পুরষ্কারে ভূষিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক রাশিফল বিচারের লেখক

আচার্য্য পি.শাস্ত্রী

(স্বর্ণপদক প্রাপ্ত)

9836738810 / 8697296783

মিথুন

ত্রিগহী যোগের প্রভাব ত্রিগ্রহী যোগের প্রভাবে মিথুন রাশির জাতকরা খুব ভালো ফল পাবে। এই সময় জমি, বাড়ি ও গাড়ি কিনতে পারেন। অর্থের অভাব হবে না। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। এই সময় আপনি কোনও বিশেষ দায়িত্ব পেতে পারেন, যা আপনি খুব ভাল ভাবে পালন করবেন। পৈতৃক সম্পত্তি থেকে ভাল লাভ হতে পারে। পরিবার ও সমাজে আপনার মান-মর্যাদা বাড়তে পারে।

সিংহ

ত্রিগহী যোগের প্রভাব পয়লা অক্টোবর থেকে সিংহ রাশির জাতকদের ভাগ্য খুলবে। এই সময়ে আয় বৃদ্ধি হতে পারে। যাঁরা নতুন চাকরির সন্ধানে আছেন, তাঁরা শীঘ্রই চাকরি পাবেন। এই সময়ে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। ব্যবসায়ীরা তাদের আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন।

ধনু

 ত্রিগহী যোগের প্রভাব ধনু রাশির জাতকরা ত্রিগ্রহী যোগের প্রভাবে লাভবান হবেন। কর্মক্ষেত্রে কাজ বৃদ্ধি পাবে। যাঁরা চাকরি করছেন, তাঁরা এই সময় ভাল প্রস্তাব পেতে পারেন। বেতন বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি হতে পারে। ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সহযোগিতা পাবেন। আকস্মিক ধন লাভ হবে।

 _________________________________________________________

  

 

 

 

 

 

 

 

 

  

Loading