জেনে নিন কোন কোন রাশির জাতক-জাতিকাদের আসছে সুসময় বাড়বে ধনসম্পদ, যশ প্রতিপত্তি !

চন্ডাল গুরু তারানাথ অঘোরী

পার্থ রায় চৌধুরী

(গোল্ড মেডেলিস্ট)

যোগাযোগ8967659826

উত্তরা ফাল্গুনী নক্ষত্রে সূর্য-এর আগমন হয়েছে, সুসময় শুরু ৩টি রাশির, হাতে আসবে অর্থ! জ্যোতিষ গণনা অনুসারে, সূর্য-এর প্রতি মাসে রাশি পরিবর্তন হয়, যা সংক্রান্তি নামে পরিচিত। তেমনই সূর্য নির্দিষ্ট সময় অন্তর এক নক্ষত্র থেকে অপর নক্ষত্রে প্রবেশ করে। সূর্যের এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব  পড়ে ১২টি রাশির জাতকদের জীবনে । আজ, ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সূর্য উত্তরা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে। সূর্য এই নক্ষত্রেরই অধিপতি। সূর্যের এই গোচরে ৩টি রাশির জাতকরা লাভবান হবেন। এই সময় তাঁদের ভাগ্যের চাকাটা ঘুরবে। জেনে নিন, কাদের সুসময় শুরু হতে চলেছে।

ধনু রাশি – সূর্যের প্রভাবে ধনু রাশির জাতকদের ধন-ধান্য বৃদ্ধি পাবে। এই সময় সকলের কাছ থেকে প্রশংসা পাবেন। ক্যারিয়ারে লাভ হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে এই জাতক জাতিকাদের। আধিকারিক পদে কর্মরত ধনু রাশির জাতকরা এ সময়ে সাফল্য লাভ করবেন।

মিথুন রাশি – সূর্যের নক্ষত্র পরিবর্তনে মিথুন রাশির জাতকরা লাভান্বিত হবেন। আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হবে। বড়সড় চুক্তিও হাতে আসতে পারে। চাকুরিজীবীদের এই সময়টা খুব ভালো কাটবে। কোনও বড়সড় দায়িত্ব পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। এই সময় আয়ের নতুন উৎস পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকেও ভাল লাভ হবে। যাত্রার যোগ রয়েছে। সিংহ রাশি (Leo) সূর্যের নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাব দেখা যাবে সিংহ রাশির জাতকদের উপর। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। চাকুরিজীবীরা অফিসে তাঁদের কাজের জন্য প্রশংসিত হবেন। আয়ের নতুন উৎস পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এই সময়ে সম্পন্ন হবে।

সিংহ রাশি – সূর্যের নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাব দেখা যাবে সিংহ রাশির জাতকদের উপর। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। চাকুরিজীবীরা অফিসে তাঁদের কাজের জন্য প্রশংসিত হবেন। আয়ের নতুন উৎস পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এই সময়ে সম্পন্ন হবে। ধনু রাশি (Sagittarius) সূর্যের প্রভাবে ধনু রাশির জাতকদের ধন-ধান্য বৃদ্ধি পাবে। এই সময় সকলের কাছ থেকে প্রশংসা পাবেন। ক্যারিয়ারে লাভ হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে এই জাতক জাতিকাদের। আধিকারিক পদে কর্মরত ধনু রাশির জাতকরা এ সময়ে সাফল্য লাভ করবেন।

_______________________________________________________________________

আজকের টোটকা

কারবারে কু-নজর খন্ডনের টোটকা

এক টুকরো ফিটকিরি ও এক টুকরো কয়লা কালো কাপড়ে মুড়ে দোকানে বা ব্যবসাস্থলে ঝুলিয়ে রাখবেন। ঠাকুর স্তানে বা ক্যাশ বাক্সে ধনদা লক্ষ্মী যন্ত্রম রাখতে হবে। আর সেই সঙ্গে নিত. আরতি করতে হবে।

Loading