জেনে নিন কোন কোন রাশির জাতক-জাতিকারা সারা
বছর সাফল্য এবং বৈভবের চূড়ায় থাকবে
চন্ডাল গুরু তারানাথ অঘোরী
পার্থ রায় চৌধুরী
(গোল্ড মেডেলিস্ট)
যোগাযোগ – 8967659826
জ্যোতিষ গণনা অনুসারে, নবগ্রহের মধ্যে শনি গ্রহের গতি সবথেকে ধীর। শনি এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে আড়াই বছর সময় নেয় । শনির গোচরের বিভিন্ন পর্যায়ে এক বা একাধিক শুভ-অশুভ যোগের নির্মাণ হয়।
বর্তমানে কুম্ভ রাশিতে বক্র গতিতে শনি অবস্থান করছে । এ সময়ে কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ সৃষ্টি হয়েছে। ৪ নভেম্বর শনি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে রাজযোগ তৈরি করবে। অর্থাৎ শনির দু’টি শুভ যোগের প্রভাব থাকবে। চার রাশির উপর শনির এই দুই শুভ যোগের সবচেয়ে বেশি প্রভাব পড়বে।
বৃষ রাশি – বৃষ রাশির জাতকদের জন্য এই দুই রাজযোগ অত্যন্ত শুভ ফলদায়ী হবে। এই সময়কালে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। ধন প্রাপ্তি হবে। চাকরি ও ব্যবসা বাণিজ্যে আর্থিক উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ পাবেন।
সিংহ রাশি – এ সময়ে গাড়ি-বাড়ি কেনার যোগ রয়েছে। যে জাতকদের আইনি মামলা চলছে, তাঁরা জয়ী হতে পারেন। চাকরিতে পদোন্নতি হবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে।
তুলা রাশি – শনির শুভ প্রভাবে এই জাতকদের আর্থিক উন্নতি হবে। আকস্মিক ধন লাভ সম্ভব এই সময়। চাকরিতে বদলি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে।
কুম্ভ রাশি – কেন্দ্রীয় ত্রিকোণ ও শশ রাজযোগ কুম্ভ রাশির জাতকদের জন্য কোনও আশীর্বাদের চেয়ে কম নয়। এ সময়ে শনির আশীর্বাদ থাকবে এই জাতকদের উপর। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। আটকে থাকা টাকাও ফেরত আসতে পারে। যাত্রার যোগ রয়েছে। এই যাত্রার ফলে আর্থিক লাভ সম্ভব।
আজকের টোটকা
ঋণ থেকে মুক্তির টোটকা
দুটি মাটির লক্ষ্মী ভাঁড়ে প্রতিদিন একটিতে এক চামচ পরিমাণ কালো তিল দেবেন অপরটিতে কিছু অর্থ দেবেন এবং ৩০ দিনের দিন তিলের ভাঁড়টি মন্দিরে দান করবেন, আর অর্থের ভাঁড় দিয়ে কিঞ্চিৎ ঋণ শোধ করবেন