এসো বৈশাখ

কলমে – করুণা দেবনাথ
গ্রাম-জামবুরা, পো- খোয়াই কোর্ট, জেলা – খোয়াই, রাজ্য-ত্রিপুরা-৭৯৯২০২
চৈত্র শেষে বৈশাখ আসে
আনন্দেতে সবাই হাসে
ভাসে খুশির ভেলা
যাত্রা নাটক কবি গানে
মাতে নানান অনুষ্ঠানে
জমে গ্রামীণ মেলা।।
এসো বৈশাখ নবীন সাজে
সৃষ্টির আঁধার তোমার মাঝে
পুরাতনে হোক নাশ
নবোল্লাসে মেঘ বালিকা
আপন সুখে মন চালিকা
প্রকৃতিতে তব বাস।।
চৈত্র যেনো ডাক দিয়ে যায়
তুফান বৃষ্টি দক্ষিনা বায়
আম কাঁঠালের ঘ্রাণে
ক্ষণিক আবেস ভাসিয়ে দেশ
চমকিত সাজ পাল্টিয়ে বেশ
বুঝায় গ্রীষ্মের মানে।।
বৈশাখী গান বিদ্রোহী প্রাণ
গ্রামীণ মেলায় আনন্দের দান
নতুন জামা গায়ে
পসরার সাজ পরবের মান
আমদানিতে বাড়ে যে সান
ক্রেতার পায়ে পায়ে।।
জনতার ভীর হাজার নজির
মহা ধুমধাম ধনী ফকির
উল্লাস প্রকাশের ঘর
ফুচকা আচার নানান বাহার
উপচে পড়া ভীরের আহার
নেইকো আপন পর।।
295 total views, 2 views today













