কবিতা – একটি নির্মিয়মান বাড়ি
কলমে – পিয়ালী রায় কুণ্ডু
সদ্যজাত নির্মিয়মান প্রকোষ্ট গুলি ,
ইট বালি সিমেন্টের সমন্বয়ে গঠিত যেগুলি।পূর্ব প্রাণ প্রতিষ্ঠিত নির্মিত বাড়িটির কাঠামো যেন
পূর্ণরূপ পাওয়ার আগের মুহূর্ত।
শীতল জলে ভেজানো ইট আর
ধোঁয়া ওঠানো মাখা সিমেন্টের গন্ধ
যেন পাশ্বপ্রতিক্রিয়া হীন স্বরূপ
বাঁশে দের সারি
যেন বিনিময় করছে ভালো বাসা প্রসারী
যার সম্পূর্ণ রূপ দিতে ব্যস্ত ছিল মজুর
তা বাধাপ্রাপ্ত করেছে বর্তমান হুজুর ।
ছোট্ট জমিখণ্ডে নিজের অস্তিত্ব
টিকিয়ে রাখতে ব্যস্ত ছিল যে
আজ পরিস্থিতির স্বীকারে
অসহায় হয়েছে সে।
স্মৃতির অকপটে ভেসে এলো
সেই ছোটো বেলা ,
এমন কোনো এক বর্ষা’দিনে
কুমির ভাঙা খেলা ।
ফেলে রাখা ভিতের প্রকোষ্ট
আর অমোঘ ছোঁয়াচে মেলা
বুনোপাতা স্টোনচিপস্ দিয়ে
খেলাঘর তৈরি করা আর ভাঙা ।।