“একটা আগুন দরকার “

 

কলমে – রঞ্জন সরকার

আগুন জ্বলছে,

দাউ দাউ করে আগুন জ্বলছে,

লক্ষ কোটি আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠছে।

সেই দলিত ছেলে টা

শুধু দলিত বলে অত্যাচারিত হয়ে

মরতে হলো পিশাচ দের হাতে।

তার বুকেও “একটা আগুন জ্বললো।”

বস্তির কালিঝুলি মাখা ছেলে টা

ড্রেনের ধারে বসে  এঠো শালপাতা খুঁটে

ভাত খায়, তার বুকেও” একটা আগুন জ্বলে।”

পেহেলগাঁ তে যে ছেলে টা চোখের সামনে

তার বাবাকে খুন হতে দেখে,

তার বুকের খোঁজ নিও

সেখানেও “একটা আগুন জ্বলছে।”

চারিদিকে শুধু আগুন আগুন

আগুনের স্ফুলিঙ্গ…

আগুনের দাবানল।

একদিন এই আগুনের স্ফুলিঙ্গ গুলো

ছিটকে বেরিয়ে যাবে তোমার আমার

কবিতা গুলো কে পুড়িয়ে ছারখার করে,

একটা আগুন পাখী উঠবে ছটফট করে,

একটা ফিনিক্স ডানা ঝাপটাবে

পৃথিবীর বুকে……

সেই আগুনে ঝাপটাই পুড়ে ছারখার হবে

পৃথিবী…..

থাকবে শুধু আগুন, দাউ দাউ করে জ্বলে ওঠা

একটা আগুন,

 138 total views,  2 views today