একমুঠো রঙিন স্বপ্ন

 

নীলিমা বিশ্বাস পাল

জীবনটা হলো খোলা বইয়ের পাতা

এক একটা পাতায় রং  বেরঙের স্বপ্ন

মনকেমনের আঙিনায় তারা খেলে বেড়ায়

 নানা রঙের স্বপ্ন ভীড় করে মনের দোড়গোড়ায়।

এসেছে ফাগুন লেগেছে রঙের আগুন

নানান রঙের রঙীনতায় আকাশ সেজেছে

আমি আমার বুনো স্বপ্ন সারীকে উড়িয়েছি আকাশে।

স্বপ্ন তো কখনো ওড়াতে নেই, তাকে সবাই ধরতে চায়।

স্বপ্ন তো শুধুমাত্র কল্পনা নয়, স্বপ্ন মানেই বাস্তব, স্বপ্ন মানেই গন্তব্য।

আমি তো সাফল্য চাই, সবসময় জীবনে সেরা জিনিস টাই পেতে চাই।

সাদামাটা জীবন কেউই পেতে চায় না, আমি ও না।

ছোট্ট ছোট্ট ভাবনা ছোট্ট ছোট্ট স্বপ্ন নিয়েই জীবন।

আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখাকে মানি না, মানতে চাই ও না

আমি সেই স্বপ্ন দেখি যা মনছবি বা জীবনছবি।

এই জীবন ছবি এমনি যা জীবনকে নিয়ন্ত্রণ করে।

লেখক বাচিক শিল্পী হওয়ার স্বপ্ন কে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।

জীবনটা একরকম হোঁচট খেতে খেতে এগিয়ে চলে

জীবনের জন্য অক্সিজেন ,আর সফলতার জন্য স্বপ্ন।

স্বপ্ন ই হলো জীবনের জ্বালানি।

স্বপ্ন ই হলো জীবনের উচ্চ শিখরে ওঠার শোপান।

স্মৃতির দোকানে ভাঁজে ভাঁজে জমিয়ে রাখি আমার মধুময় আকাঙ্খা

বেঁচে থাকার প্রেরণা যোগায় আকাঙ্খা

এরাই যুদ্ধরত জীবনরথে এগিয়ে নিয়ে যায়

আকাঙ্খা পূরণের  আশ্বাসে দিন কাটাই

অন্য কোন দমকা বাতাসের অপেক্ষায় স্বপ্নেরা ভীড় জমায় আকাঙ্খা পূরণের প্রত্যাশায়।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading