এই শহর থেকে
কলমে – তৃপ্তি সুধা মণ্ডল
গ্রাম-কাদিহাটি, পোঃ গান্টি, উত্তর ২৪ পরগনা, কলকাতা-১৩২
সময় ফুরিয়ে যাচ্ছে
তাই ধরে রাখি জীবনের কিছুটা মুহূর্ত,
আগামীদিনের কোন অবসর মুহূর্তে দেখবো
জীবনের রঙিন আল্পনা,
মুছে যাচ্ছে আনন্দ বিধুর বেলা,
এখন হৃদয়ে কেবল দারুন দহন জ্বালা,
নেই কোথায়ও কেউ নেই
সামনে ধূ ধূ প্রান্তর,
বৈশাখী ঝড়ের জন্যে অপেক্ষা।
জীবনের এতটা পথ পার হয়েছি
কেউ বলে নি তুমি কি ক্লান্ত পথিক
বিশ্রাম কর এই বেলা,
না না নেই কোথায় শান্তনা,
শুধু নিজের সাথে নিজের লড়াই সারা বেলা,
মিঠে বাতাস কবে ফুরিয়ে গেছে
বাতাসে দারুন ধোঁয়া,
কঠিন এ পথ,
চলা দুষ্কর
বুকের ভিতর অদ্ভুত এক আক্ষেপ ,
চোখে এখন স্বপ্ন কই
শুধু বাঁচার লড়াই,।
চলছে সবাই জীবনের তাগিদে
কঠিন লড়াই যার যার কর্ম পথে,
ভালোবাসার কবিতা সে যে বুকের মাঝে
কাঁদে,
রিম ঝিম ধারায় আর হয় না বৃষ্টি
সুখ নিদ্রা তাই অনাসৃষ্টি।
এই শহর থেকে আরো অনেক দূরে
মন তাই যায় উড়ে উড়ে।