চন্ডাল গুরু তারানাথ অঘোরী

পার্থ রায় চৌধুরী

(গোল্ড মেডেলিস্ট)

যোগাযোগ8967659826

 

দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ হল মহাষ্টমী। পুজোর অন্য চারদিনেও দেবীর অঞ্জলি হয়, কিন্তু অষ্টমী তিথির অঞ্জলির মাহাত্ম্যই আলাদা। এ দিন অঞ্জলি দেওয়ার জন্য ভক্তরা সবচেয়ে বেশি উৎসাহ দেখান। পুরাণ অনুযায়ী, মহাষ্টমীতেই দেবী দুর্গাকে নানা ধরনের অস্ত্র, পদ্মের মালা, রত্নহার দিয়ে সাজিয়ে তুলেছিলেন দেবতারা। ভাদ্র মাসের কৃষ্ণানবমী তিথিতে দেবতাদের তেজ পুঞ্জীভূত হতে শুরু করে। সেই পুঞ্জীভূত তেজ আশ্বিনের সপ্তমী তিথিতে বিশেষ রূপ ধারণ করে। সেই তেজের সাহায্যেই অষ্টমী তিথিতে দেবী মহিষাসুরমর্দিনীকে সাজিয়ে তুলেছিলেন দেবতারা।

এমন কিছু কাজ রয়েছে যা মহাষ্টমীতে করতে পারলে জীবনের সকল সমস্যা দূর হবে। জেনে নিন, মায়ের কৃপা পেতে অষ্টমীতে কী কী কাজ করবেন –

১) অষ্টমীর সকালে পরিষ্কার বা নতুন বস্ত্র পরে দুর্গা চালিশা পাঠ করুন।

২) এ দিন সন্ধ্যায় মায়ের সামনে ১০৮টি পদ্ম ফুল নিবেদন করুন।

৩) অষ্টমীতে মা দুর্গার চরণে একটি কড়ি রাখুন। অষ্টমীর পুজো শেষ হলে সেই কড়ি বাড়িতে এনে ঠাকুরের আসনে রেখে দিন।

৪) এই দিন কোনও বাচ্চা মেয়েকে তার পছন্দ মতো উপহার দিয়ে তার মুখে হাসি ফোটান। এতে আপনার জীবনও হাসি-খুশিতে ভরে উঠবে।

৫) অষ্টমীর রাতে শুদ্ধ বস্ত্র পরিধান করে পরিষ্কার গোটা কলাপাতায় চন্দন দিয়ে ১০৮ বার মায়ের নাম লিখুন। পরের দিন সকালে কোনও পুকুর বা নদীতে সেই কলাপাতাটি ভাসিয়ে দিন।

৬) সন্ধিপুজোর পর মায়ের চরণ থেকে একটি পদ্ম ফুল এনে ঘরে রেখে দিন। সন্ধিপুজোর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন।

৭) অষ্টমীর দিন মায়ের চরণে ১০৮টি লাল পদ্ম অর্পণ করুন এবং ১০৮ বার মায়ের নাম জপ করুন।

৮) অষ্টমীর দিন ১১টি অশ্বত্থ পাতায় রাম নাম লিখে বজরংবলীকে পরিয়ে দিন। এর প্রভাবে সব সমস্যা থেকে মুক্তি পাবেন।

__________________________________________________________

 

__________________________________________________________

 

 

 

 

 

 

 

 

 

  

Loading