সত্যি ই এবার পুরী ঘোরার মজাই ছিল অন্যরকম। যেমন থাকার সুন্দর জায়গা অর্থাৎ ঘরে বসেই সমুদ্রের রূপ উপভোগ করা এবং পুরীতে থেকেই গোয়ার মজা নেওয়া। ‘পুরী সাগর পাড়ে’ হোটেল (3rd Floor) রান্না ঘর সহ প্রতিটি রুমই এ.সি সম্বলিত। ব্যালকনিতে বসেই সমুদ্র দেখতে পারবেন
সঙ্গে খাওয়া-দাওয়ার সুব্যবস্থা। সব থেকে বড় পাওনা উৎপলদার মতো অমায়িক ভদ্রলোকের সঙ্গে পরিচয়, যিনি সব দিক থেকে আমাদের সাহায্য করেছিলেন এই তিন দিন যাতে আনন্দের সঙ্গে কাটানো যায়। আপনারাও আসতে পারেন এই হোটেলে। ‘পুরী সাগর পাড়ে’ হোটেল (3rd Floor)
-এ যোগাযোগের ফোন নং 7980671572/7205440001
অবশেষে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় উৎপলদা ও তার সাগর পাড়ের সকল কর্মীদের।
দেবাশীষ সরকার।
বিবেকানন্দ নগর,মধ্যমগ্ৰাম।
৭০০১২৯।
130 total views, 2 views today