ডাবের ব্যদনা
কল্যাণ কুমার সাউ
গ্রাম+পোস্ট:ধলভূমগড়, জেলা:পূর্ব সিংহভূম, ঝাড়খন্ড
আমার যেমন গুন, আমি রঙে, রূপে ভরপুর।
সবুজ, সোনালী, রসে ভরা, আমি টইটম্বুর।
আমায় ছাড়া বৃথাই ভাবা, হয়না কোনো পূজা,
আমিই হলাম কলস মুকুট, আমিই শুভ রাজা।
গ্রীষ্মের প্রখর রৌদ্রে, কেমন লাগে যখন বিরক্তি,
আমার শীতল জলেই হয়, মানব জগৎ এর তৃপ্তি।
যৌবনের রূপ সজ্জা,কবিরাজ দেন আজ্ঞা,
পরিশ্রমে ,ক্লান্তিতে ,সতেজে দিই মুক্তি।
ক্ষুধার্ত এর মেটায় ক্ষুদা,তৃষ্ণার্তের তেষ্টা
পাবে না আমার মতো, আর জুটি একটা।
তাতেও যে মন ভরেনা, কৃতঘ্ন মানবের
মাথা কেটে, রক্তাক্ত করে যে আমারে।
বস্ত্র, চর্ম, কেড়ে নিয়ে, ছুঁড়ে ফেলে রোদে
শেষ কালে নেই স্বস্তি, অগ্নি দগ্ধ করে।
এ যে কি যন্ত্রনা, কি বলিব আর,
যত করো জীবনে, অগ্নিশিখা সার।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-