ছুঁতে পারিনি

কলমে – প্রান্তিক গুহ রায়

খড়দহ, কল্যান নগর

 

যেমনই বুজেছি দু চোখ চৈতী হাওয়ায়..

দুপুর একটা ,স্নান সারা তোমার জেসমিন সুবাস এঁকেছে

 ততক্ষণে একটা বেড়াল কার্নিশে নিজেকে চেটেপুটে

 যে পোস্টম্যান এতদিনে খুঁজে পায়নি অপেক্ষার উৎস 

বার বার এসে ফিরে গেছে বিষন্ন বিকেলের আশেপাশে 

 ইতিমধ্যে সে পেয়ে গেলপ্রাপ্তি স্বীকার ‘…

 এসবের ভিতর

 আলো নিভে এলো আমাদের শরীকী বোঝাপড়ায়

 তারায় ভরা আকাশের জলসায় গান ধরলে তুমি

 বাতাস তখন আমাদের ভাঙা জানালার পাল্লাটার

এপাশ থেকে ওপাশে রেখে গেল গভীরতম দীর্ঘশ্বাস

 এসময়ে দুহাত বাড়িয়ে আমি ,ছুঁতে চেয়েছি তোমাকেই

 ছুঁতে পারিনি

 429 total views,  2 views today