চরৈবেতি

✍ সুপ্তি বসু

ভাবনাগুলো বাক্সে পুরে বেরিয়ে পড়ো চায় যা মন,

চলতে গিয়ে হোঁচট খেলে, থমকে যাবে একটুক্ষণ।

রাত আকাশে চাদর ঢেকে বৃষ্টি নামে মিষ্টি সুরে,

তোমার জন্য, উদার আকাশ নীল খামেতে খবর পুরে।

শাল, পিয়ালের বনের পথে ছড়িয়ে দেবো মনের খবর,

বৃষ্টি ফোঁটার ডুব সাঁতারে চাঁদ ঢেকেছে অন্ধকারে।

একলা পথে বেরিয়ে শুধু ভালোবাসার মানুষ খুঁজি,

চার দেওয়ালের কোনটি ছেড়ে  -সেই যে কবে বেরিয়ে এলাম,

সঙ্গী শুধু একমুঠো মন পুঁজি।

সত্যিকারের মানুষ খুঁজে আনতে গিয়ে, এক পৃথিবী ঘুরেই যাবো,

মনের মতো মানুষ আমি তবেই পাবো।

গাইছে পাখি, উড়ছে পাখি দূর আকাশে,

বৃষ্টি মুখর মেঘলা আকাশ, উঠোন জুড়ে একমুঠো সুখ।

ঐ যে চূড়া গিরিরাজ ঐ শিখর হিমাদ্রি,

তারই নীচে বহমান ঐ সাগর তরঙ্গিণী।

মনের মানুষ খুঁজেই চলি, মাঠের পরে, বনের পরে অরন্যে পর্বতে,

রোদ – বৃষ্টি মাথায় নিয়ে সুনীল আকাশ দুহাত মেলে।

রূপকথারই জগৎ যেন সোনায় মোড়া আমার এ দেশ,

দেখছি মানুষ, চিনছি মানুষ এই পথেরই শেষ।

আগল দেওয়া ঘরের থেকে, তাইত আমি পথের ধূলায়,

অহংকারের মুখোশ ফেলে হৃদয়টাকে উদার করে, এগিয়ে চলি আলোয়।

স্থবিরতা অসাড় করে, চলোমানই গতি,

জীবন পথে এগিয়ে চলো চরৈবেতি, চরৈবেতি।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading