“চাকরীহারা শিক্ষক”

কলমে – মুজিবর রহমান মল্লিক

 

শিক্ষক হয় লাঠিপেটা,

চাকরী খোয়ানোর দায়ে,

ধাক্কাধাক্কি খাই জখম হয়,

পুলিশের লাঠির ঘায়ে।

অযোগ্যরা চাকরি পাই,

নিয়োগ দুর্নীতি করে,

যোগ্য অযোগ্য সব ঘেঁটে যায়,

আদালতের রায়ে।

মানুষ গড়ার কারিগরদের,

সরকার মারে পেটে লাথি।

চাকরী ফেরানোর জন্য,

পিঠে পড়ে পুলিশের লাঠি।

কি করবে কোথায় যাবে?

অভাগা শিক্ষকরা।

বড় বড় বক্তৃতা দেয়,

মন্ত্রী থেকে ষড়যন্ত্রীরা।

পেটের জন্য জীবন বাঁচানোর জন্য,

অভিযোগ জানাই আধিকারিকদের,

প্রতিবাদী শিক্ষকদের ফাঁসানো হল ফৌজদারী মামলাতে।

 172 total views,  2 views today