চাইনি তো
কলমে – সোমা রায়
চেয়েছি আমরা বারিধারা ,
চাই নি তো আমরা ,প্লাবন কিংবা বন্যা l
চেয়েছি আমরা ,ধরিত্রী কে করে তুলতে সুজলা , সুফলা , শস্য শ্যামলা ,
চাই নি তো আমরা শস্যে ধরুক পচা l
চেয়েছি আমরা জুড়াতে দীর্ঘ দহন জ্বালা ,
চাই নি তো আমরা, আমার প্রিয়জনেরা হোক ঘর বাড়ি ছাড়া l
চেয়েছি আমরা জীবকূলে আসুক স্বস্তিতা ,
চাই নি তো আমরা , দেখাও তোমার তান্ডবলীলা l চেয়েছি আমরা ময়ূরের পেখম তুলে নাচা ,
চাই নি তো, আমরা লুকিয়ে যাক কুটরে তারা l
চেয়েছি আমরা নেমে আসুক শান্তির বাণী,
চাই নি তো আমরা ,কলংকিত হোক প্রিয় বর্ষারানী l
49 total views, 6 views today