কবিতা- বৌমনির রান্না

কলমে – ✍️:কল্যাণ কুমার সাউ

চলে এসো ঝটপট, করে ফেলো রান্না,

বাড়িতে হয়েছে শুরু, শিশুদের কান্না।

রানু বলে খাবো মাছ, কুনু বলে ডালনা,

কাকা বলে পাঁঠা ছাড়া, আর কিছু হবেনা।

 কচু দিয়ে রান্না, খিচুড়ি কি হবেনা?

ঠাকুমার কথা শুনে,  জুড়ে বৌ কান্না।

দাদু বলে চারাপোনা, ভাজা কেন হয়না?

কতদিন বলেছি তো, কথা কেউ শোনেনা।

আলু দিয়ে পোস্ত তো, কতকাল হয়না,

পিসিমনি বকে শুধু, কথা কানে যায়না।

বাবা আজ রেঁধেছিলো, বিরিয়ানি বলোনা,

সেই নিয়ে ঝগড়া, ভাগে কেউ পায়না।

মাছ ভাত তরকারি, দিয়ে শুধু হয়না,

সকলের স্বাদে মেল, বৌমনি পারেনা।

পাঁঠা, ঝোল, পোস্ত, কত কিছু বায়না,

সকলের রুচিতে চাই, ঝটপট  রান্না।।

Loading