বসন্তে ও বর্ষা
কলমে – সোমা রায়
আকাশে ছিল কালো মেঘের ঘনঘটা
সেটা বুঝে উঠতে সে পারলো না
চলছিল জীবনে রোজকার নামতা
এগিয়ে যাচ্ছিলো তাই ওদের গল্পটা
সন্ধ্যে রাতে নেমে এলো নিশি রাতের বাজনা
একুল অকুল দুকূল ঝাঁপিয়ে নেমে এলো বর্ষা
ভরা বসন্তে বয়ে যাচ্ছিল ঝর্ণা ধারা
স্মৃতি ই এখন ওর একমাত্র ভরসা l
171 total views, 4 views today