বরষা দেবীর কাছে পৃথিবীর প্রার্থনা
✍ – কলম – শ্রী সুবোধ চন্দ্র সরকার
এম.কম.এল এল. বি. আইনজীবী
হে বরষা দেবী পৃথিবীর তুমিই ভরসা,
তব আগমনের নাহি এক্ষুনি কোন প্রত্যাশা।
নিতান্ত নিরুপায় হয়ে তোমারে করিনু জ্ঞাত,
মাত্রাতিক্ত গরমে পৃথিবী আজই তিক্ত বিরক্ত বিধ্বস্ত।
সবিনয়ে করি অনুরোধ তব সকাশে,
বৃষ্টিরে কহ যদি সে ধরায় মাঝে মধ্যে আসে।
তোমার মত তুমি এসো কোন ক্ষোভ নাই,
পাঠাও যদি তারে হেথায় সাময়িক স্বস্তি পাই।
ভুলেও মিছিমিছি না পাঠাই ও মেঘ-মালায়,
বাড়িবেক অস্বস্তি আরও গুমোটের বালাই।
হে দেবী গরমের ক্লেশ আর সহিতে পারিনা
প্রার্থনা করি পুরাবে পৃথিবীর এই ক্ষুদ্র কামনা।
……………………………………………………………………………………………………