বুকের আগুনে- শিখন্ডীরা

কলমে  : – কৃষ্ণকলি বেরা

ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ, ৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া

কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর

 

ভালো থেকো তোমরা

ভালো রেখো নিজেদের,

তোমাদের আঁখির আলোর

ঝলকানিতে বিদুৎ নেমে আসুক এই কুসংস্কারাচ্ছন্ন,নির্মম পৃথিবীর বুকে,

পটদ্বীপ রাগে জ্বলে উঠুক

শিখন্ডীর প্রতিবাদ। কান্না নয় আগুন বরিষ্ঠ হোক যুগে যুগে একালের শিখন্ডীদের শিরায় শিরায়।সদর্পে মেদিনী কাঁপিয়ে বেজে উঠুক শিখন্ডীর বিজয়দামামা  অমোঘ কালের অসীম বিশ্বে,

যেখানে সীমার মাঝে অনুরণিত হবে অসীমের সুরধনী।

দাউ দাউ জ্বলুক আগুন

ঘূণধরা নির্মম পৃথিবীর পাঁজরে,

যে আগুনের লেলিহান

শিখায় পুড়ে ছাই হোক

অন্ধকারাচ্ছন্ন সমাজের

শিখন্ডীদের মর্মে হানা

কদাকার বিদ্রুপ।

জন্ম হোক কালিমাহীন এক নতুন পৃথিবীর।।

………………………………………………………………………………………………………………

 

Loading