বন্ধু তুমি

 

স্বপ্না মজুমদার

গোপনে অশ্রু ঝরে শুধু

সইতে সবই হয়

ব্যথা যে দেয় আপনজন

কাছেই তারা রয়!

কাঁদছে হৃদয় কাঁদছে শুধু

কাঁদছে অভিমানী মন

এই তো নিয়ম সংসারে

কে আর হয় আপন!

ইচ্ছে তো করে চেঁচিয়ে বলি

যায় কি সব বলা

ঘরে ঘরে তাকিয়ে দেখো

গুমরে পথ চলা!

হাসিমুখে বলছে সুখী

দেখতে কে আর গেছে

রাতের বালিশ ভিজছে শুধু

আরেকজন ঘুমোচ্ছে!

সমাজ ভেবে মুখটি বুজে

আছে কতো জন

ছেলে মেয়ে বড় হয়ে

হয় কি তেমন আপন!

আখের গোছাতে ব্যস্ত ওরা

এই তো যুগের  কথা

বয়স বাড়ে উদাস মনে

বাড়ে মনে শুধুই ব্যথা!

এক অবেলায় এলো কেউ

দূরের বন্ধু হয়ে

সুখ দুঃখের সাথী বন্ধু

থাকুক মনটি ছুঁয়ে।।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading