বলা হয়নি তোমাকে

 কলমে – গৌরী সেন

যাদবপুর, কলকাতা

 

ঝরা পাতার গালিচা পাতা অরণ্য যেখানে শেষ হয়েছে

তার প্রান্তেই সেদিন আরণ্যক দাঁড়িয়েছিল।

আমি তাকিয়েছিলাম মুগ্ধ হয়ে তার মুখপানে।

মুখাবয়বে কি অপূর্ব উজ্জ্বলতার সাথে মিশে রয়েছে অদ্ভুত স্নিগ্ধতা।চোখে নির্ভরতার দৃষ্টি, উদাত্ত কণ্ঠে ভেসে আসছে তার কন্ঠস্বর নিঃসৃত স্তোত্রপাঠ।বনের নির্জনতায় সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে বারেবারে।নিরবচ্ছিন্ন ঝর্ণার জলে সৃষ্ট জলতরঙ্গে এক মায়াবী জগতে ভাসমান চিন্তাশক্তি বাকশক্তি রহিত আমি ।অন্তরাকাশে আলোরণকারী ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায় কোন্ অজানা মোহনায়! ছুটেছে মিলনের তীব্র আকাঙ্ক্ষায় অস্তিত্বের বিনাশ ঘটিয়ে।শুধু বলা হয়নি তোমাকে।

Loading