“বিভাজনের রাজনীতি”
কলমে- মুজিবর রহমান মল্লিক
উগ্র মৌলবাদী ও ধর্মান্ধতা লীলাভূমি বাংলা,
বিভাজনের রাজনীতির কূট কৌশলে চারিদিকে বাঁধছে দাঙ্গা।
আজ বিভেদের কথা আকাশে বাতাসে,
আজ আমরা সকলে বন্দী বিভাজনের রাজনীতির নাগপাশে।
ধর্মের নেশায় বুদবুদ সবাই,
ধর্মের নামে মানুষ হচ্ছে জবাই।
কোথায় গেল মানবতার ধর্ম,
দেশজুড়ে চলছে অসৎ কর্ম।
কাশ্মীর থেকে কলকাতা,
চারি দিকে মৌলবাদীদের হুক্কা হুয়া।
ধর্মকে বর্ম করে,
গরিব মরে গরিবরাই মারে।
ধর্মীয় জিগির নয় কোন আন্দোলন,
রাজনীতির লুম্পেনদের দেখি আস্ফালন।
ধর্মের নামে রাজনীতি বিভাজনের সুর,
ধর্মের নামে দেশে দেশে উপদ্রপ করে যত সব অসুর!
189 total views, 4 views today