বিশ্ব পরিবেশ দিবস

কলমে – শ্রী সুবোধ চন্দ্র সরকার

এম.কম.এলএল,বি.আইনজীবি,  মোবাইল – 9477443110

 

বিশ্ব পরিবেশ দিবসে হয় পরিবেশ চেতনা,

জুন মাসের পাঁচ তারিখে

হয়েছিল প্রথম এর সূচনা।

প্রতিবছর এই দিবসে সারা বিশ্বে হয় পালিত,

মানবের সাথে সর্বজীবের জীবন ধারণে হয় একাত্ম।

পরিবেশ মূলত: তোমায় আমায় নিয়ে গঠিত চারিপাশ,

যেথা মোরা করি চলাচল নিত্য করি বসবাস।

সহায় সেথা সমুদ্র পাহাড় ঝরনা বনভূমি আছে আকাশ,

সামাজিক জীবনে নিত্য এদের প্রভাব ঘটিছে প্রকাশ।

 একটি গাছ একটি প্রাণ সবে একটি করে গাছ লাগান,

বাঁচার লাগি চায় খাদ্য খাদ্যের লাগি চাই কৃষির যোগান।

কৃষির লাগি চাই বৃষ্টি, বৃষ্টি লাগি রয়েছে গাছের অবদান,

সবে রাখিও মনে বাঁচালে গাছ বাঁচিবে প্রাণ।

সুস্থ পরিবেশ রাখে জনগণকে সুস্থ ,

মুক্ত বায়ু শুদ্ধ জল উন্নত চিকিৎসা পরিবেশ সাথে যুক্ত।

 বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় একযোগে হও সম্মত, দুষনণের লাগি যেন সুস্থ মানব জীবন না হয় ক্ষতবিক্ষত।

Loading