বিদায়ের শেষ লগ্নে

কলমে – পিয়ালী রায় কুণ্ডু

 

তোমার এই বিদায় ক্ষণে,

সেজেছে প্রকৃতি বিচ্ছুরিত সোনালী রঙে

গোধূলী বেলার মায়াবী আচ্ছন্নে।

আবেশে আছি আমি অঙ্গে ও মননে।

শরীরি কখন যে ছুঁয়েছে সোনা রঙে?

অজান্তে আমি আভাসিত হৃদয়ের ও কোণে।

ক্লান্ত বলাকা রা ফিরে চলে আপন নীড়ে,

সারাটি বেলা খেলা শেষ করে,

 হয়তো বা এখনো বাকি গেছে রয়ে।

আরো কিছু না হয় থাকি  তোমার সংস্পর্শে…….

শরীরী চাহিদার রমণীয় আভরণে

সময় আমারে নিয়ে চলে অনিচ্ছা শহরে।

বাধা বিঘ্ন সমস্যার বেড়াজালে।

 আজ আমি বড্ড অস্থির…….

 একাগ্রতায় কেন পারি না দিতে হৃদয় কে স্বাচ্ছন্দ্য ??

মন সুদূর হতে সুদূরে ডানা মেলে চলে।

যেখানে বর্ণ আর শব্দেরা খেলা করে……..,

বাক্যের ভেলা বয়ে যায় অবচেতন মনে ।

গোধূলি বেলায় সোনালী আভায়

আভাসিত হয়েছি প্রতিক্ষণে।

 

Loading