ভগ্ন হৃদয়

কলমে – স্বপ্না মজুমদার
আমার হৃদয় যন্ত্রটির ছয়টি তারের একটি
হঠাৎ গেল ছিঁড়ে——
আর কি সেথায় তেমন করে সুরের ঝড় উঠবে, ছয়টি
তারের মূর্ছনায় পারবো কি মনকে শান্ত করতে!!
আহত মন প্রশ্ন রাখে ছিন্ন তারের কাছে
টুকরো যে নিজেই, সে উত্তর আর কি দেবে
জুড়তে থাকে তার দুটিকে——
জোড়া নাহি যায়, হৃদয় যন্ত্র বলে ওঠে, হয়েছে অনেক
এবার ছিন্ন তারকে দাও বিদায়!!
ভগ্ন হৃদয় তাকিয়ে থাকে নীল আকাশের পানে, নীল আকাশ একমাত্র জানে শুধু, ভালোবাসার
341 total views, 2 views today










