ভালোবাসার মস্তান

✍️ – ড.নির্মল বর্মন – ডি.লিট

ভালোবাসতে পারি কিন্তু ভালোবেসে কি বা হবে।

বিরাট কদর্য কথা শুনেছি কয়েক বছর ধরে

কখনো ভালোবাসোনি  বরণ করোনি,করেছো অভিনয়

 এখন খোলা আকাশের নীচে, প্রকৃতির ধারে

রাতের বেলায় তাকালে সেদিনের পূর্ণিমার চাঁদ,

আজ কত ম্লান,মনে হয় চিতা কাঠ আমায় ডাকে।

ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি তাই হারিয়ে যেতে চাই

কিন্তু কবি কি কোনদিন ভালোবেসে ছিল? না না।

শুনেছি ভালোবাসার নামে অভিনয় করেছে।

রাজ ভাবনায় অদৃশ্য মুখ একটু হয়তো স্পর্শ করবো

ধরার মায়া কাটিয়ে , অভিনীত ভালোবাসা বন্ধন ছিন্ন করে

        ———            যাবো ——–+

কিন্তু এখন চলে  গেলে  , কলঙ্কিত সমাজ দেখবে কে?

যদি যাই তো ভালোবাসার মস্তানদের সঙ্গে নিয়ে যাবো

একাকীত্বের মূর্ছনা সুধরে নিয়ে, একা যাবো না অসময়ে।

Loading