বার্তাবাহক দু-জনার

কলমে- সোমা রায়
নব পল্লব দলে বলে যায় আমার কানে কানে
তুমি আসছো বেনু বাজিয়ে আমার দুয়ারে
আম্র মুকুল সবে ডাকিছে আমারে তবে
আসছো তুমি অভিনব সাজে রাখাল দলে
লাল টুকটুক পলাশ ফুলে গুন্ গুন্ গান করে
তুমি আসছো বছর বাদে আনন্দে মন আজ উতলা যে
রামধনুর সাত রং ছড়ায়ে দিলে আকাশে বাতাসে
হৃদয় আমার নাচছে আজি মলয় পবনে
শিমুল , পলাশ , নব পল্লব দল ….খবর ছড়িয়ে দিয়েছে ডালে ডালে আম্র কাননে
তোমায় রাখবো সোহাগে আদরে এস তুমি মাধবী সনে l
155 total views, 2 views today











