বাঙালির তেরো পার্বণ
✍অরুন্ধতী মাহাত
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
বাঙালি মানে দুর্গা পূজা
বাঙালি মানে শাড়ি,
বাঙালি মানে আলতা-সিঁদুর
আর মামার বাড়ি।
বাঙালি মানে কোজাগরী
মা লক্ষ্মীর আবাহন,
বাঙালি মানে নিশিরাতে
মা কালীর আগমন।
বাঙালি মানে ভায়ের মঙ্গল
তার কপালে ফোঁটা
বাঙালি মানে অগ্রহায়ণ
নবান্নের ধান কোটা।
বাঙালি মানে পিঠে পুলি
শীতের আমেজ ভরা,
বাঙালি মানে হাতেখড়ি
সরস্বতীর আরাধনা করা৷
বাঙালি মানে দোল উৎসব
নানান রঙের খেলা,
বাঙালি মানে চড়ক পূজা
আর গাজনের মেলা।
বাঙালি মানে নতুন বছর
বাঙালি মানে ষষ্ঠী,
বাঙালি মানে রথযাত্রা
মা মনসার তুষ্টি।।
……………………………………………………………………………………………………