“বাঁচি “

কলমে – সোনালী  মুখার্জী

বেঁচে,মরে কী থাকা যায়?

একবার  মরার আগে শতবার

বাঁচি তায়,

বহে চলে সময়।

দিন,মাস,বছর কিছুই  তো নয়,

একবার  মরে,শতবার বাঁচা যায়,

শতবার মরে একবার বাঁচা নয়।

মনের মরণ যখন তখন,

দেহের মরণ নির্দিষ্ট ক্ষণ,

এসো,মঙ্গলশঙ্খধ্বনি দাও,

উন্নত মস্তকে আমরা বাঁচি

যে যার মতো

নিশীথস্বপনে বাঁচা,বাঁচা তো নয়

জাগরনের স্বপনে বাঁচি,

বাঁচতেই যদি হয়।।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading