বাল্য বিবাহ
কলমে: রীতা দাস সরকার
তোমরা কেউ ১৯ কেউ আরো কম হবে।,
একে বাল্যবিবাহ বলে এটা বুঝিবে কবে?
বুঝিবে যেদিন, সেদিন পাইবে কষ্ট
না বুঝিয়া জীবন করিলে তোমরা নষ্ট।
ভেবে দেখো, বিয়েটাই শেষ কথা নয়
মনের মানুষ হলে, অন্যভাবে কর এনজয়,
দুজন দুজনকে আগে চেনো, ভালো করে
নইলে দুদিনের সংসার হবে, তাসের ঘরে।
একদিন মনের জ্বালায় জ্বলবে তোমরা
বিচ্ছেদ হচ্ছে প্রতি ঘরে ঘরে যেন মায়েরা,
ফুলের মত জীবন গুলো, পরছে ঝরে ঝরে
কেউ বিষক্রিয়ায় কেউ বা দগ্ধ হয়ে মরে।
বাবা, মা গুলোও অবুঝ বটে
বুদ্ধি কি নেই তাদের ঘটে,
পেটে সন্তান নিয়ে, মলিন মুখে
যেই দাঁড়াবে দাঁড়াবে
শিশুর অবুঝ মন কি, ফিরিয়ে আর দিতে পারিবে।
মনে রেখো বিশের আগে দিওনা বিয়ে
বাল্যবিবাহে কত জীবন যায় হারিয়ে।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-