শত্রু দমনে বগলামুখী কবচ পাঠ
চন্ডাল গুরু তারানাথ অঘোরী
পার্থ রায় চৌধুরী
(গোল্ড মেডেলিস্ট)
যোগাযোগ – 8967659826
এই কবচটি শত্রু দমনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যাদের শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে, সবরকম শুভ কাজে ওই শত্রুরা আপনার বাধা সৃষ্টি করছে। আপনি কোনোভাবে নিজেকে সুখীব্যক্তি বলে মনে করতে পারছেন না সেক্ষেত্রে আপনি মা বগলামুখী কবচ পাঠ করুন এবং মা বগলার পূজো করুন। এতেই আপনি দ্রুত ফল পাবেন।
আপনার বা যে সকল ব্যক্তিদের শত্রু রয়েছে। তারা প্রত্যেকই এই প্রয়োগটি করতে পারেন। এই প্রয়োগটির কথা আমি উল্লেখ করছিঠ। আপনার যদি কোনো কুকুরকে প্রতি মঙ্গলবার প্রভাতে বা ারজে প্রভাতে আটার রুটি আর গুড় খাওয়াতে পারলে আপনার মনের বাসনা পূর্ণ হবে এবং ওই শত্রু আপনার বশীভূত হবে। পাঠ করার জন্য কবচটি হল –
শ্রীভৈরব্যুবাচ – শ্রুতা চ বগলাপূজা স্ত্রোত্রঞ্চাপি মহেশ্বর। ইদানীং শ্রোতুমিচ্ছামি কবচং মে বদ প্রভো। বৈরিনাশকরং দিব্যং সর্ব্বাশুভবিনাশকম। শুভদং স্মরণাং পুণ্যাং ত্রাহি মা দুঃখসঙ্কটাৎ।
গুরুজীর স্বাস্থ্য বিষয়ক টোটকা
খাওয়ার পর যার পেটে বায়ু জমে।
উপশম হয় ধনে ভিজিয়ে খেলে ।।