নিজস্ব প্রতিনিধি – ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী পদের মূল দাবিদার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। এই মন্তব্য করেছেন সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। শনিবার তৃণমূলে যোগ দিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন সাবেক বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। আর এবার মমতার ওপর আস্থা ও বিশ্বাস জ্ঞাপন করে তার ইঙ্গিত আগামী দিনে এই মমতাই ভারতের মুখ হতে চলেছেন। সোমবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে বাবুল বলেন ‘আমি চাই আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি ২০২৪ সালে প্রধানমন্ত্রী হন। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একথা কেউই অস্বীকার করতে পারবেন না যে, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী পদে দাবিদারদের মধ্যে অন্যতম।

Loading