অসুর

✍ সুশান্ত সাহা

ডাকবাংলা মোড়, বারাসাত

মজা করে দিন কাটাচ্ছি

চোরগুলো সব ঘাড়ে

বেহুস মনে আমরাও কেমন

নানান আবদারে…

ঘর খুলেছে দরজা ভেঙে

গন্ধ বাতাস বয়ে

ভাবনা গুলো এলো মেলো

রয়েছি কেমন সয়ে।

সয়েছি কেমন হলুস্থুল

ওদের অধিকারে-

বিদ্যা বুদ্ধি সব ধুয়েছি

চক্ষু সুল তবুও প্রতিবারে।

গড় করেছি মাথা তখন

রেখেছে মাথায় পা

শিক্ষা দিক্ষা পথের ধুলোয়

হয়েছে উজার গাঁ ..

ওরাই এখন মস্ত বড়

দেবা দিদের বাপ

হাতটা ওদের আকাশ ছোয়

দিল্লি অবদি লাফ,

ডানহাত-বাহাত দুটোই এখন

রাজ- ছত্রের শুল

খিদের পেটে পা দিয়ে রোজ

শোধরায় মোদের ভুল,,,,

ভুলগুলি সব হাতছানি দেয়

নানান দিকের ভয়ে

জাগুক এবার তোদের বিবেক

ভুলগুলো সব যাবেই দেখিস ধুয়ে।

চোখ খুলে তুই দেখবি তখন

নেইতো ঘাড়ে চোর

লোভ লিপ্ষায় চোরের ভয়েই

ভরেছি ঘরদোড়,,,

ধরছে ডাকাত চোরা-সুরদের

নানান আছিলায়

বলছে ওদের ডাকাত হতে

আকাশ ছুবি আয়।

থাকুক পড়ে আমজনতা

লড়াই করে নিজে

ঈশ্বর ঠিশ্বর আমরাই কেবল

বলতে আরাম কিযে….

খেলছে খেলা সবাই মিলে

দেখছি দুচোখ ভরে

জ্বলছে কেবল দু-একজনই

বাঁচে মনের জোরে….

ছড়ায় আগুন এদিক-ওদিক

দেয় ভরে সুর তোরে

রাত মুছবে সময়ের খাতা

দেবে আকাশ ভোরে..

……………………………………………………………………………………………………

 

 

 

Loading