অসম্পৃক্ত

কলমে – কৃষ্ণকলি বেরা

ঠিকানা – ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ

৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া

কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর

 

আজকাল সম্পর্কগুলো কেমন যেন খাপছাড়া,

কোনো পোক্ত বাঁধন নেই

সম্পর্কের ভিতে।

সিমেন্ট-বালি-স্টোনচিপের

 যে দৃঢ়তা মজবুত করে তোলে মাথার উপরের ছাদটাকে ঝড়,জল,রোদ

থেকে আগলাতে,

সেই মজবুত ভালোবাসা,স্নেহ,প্রীতি,কোনো কিছুই আর খুঁজে পাওয়া যায় না নড়বড়ে সম্পর্কের

পরতে পরতে।

আলগা হয়ে আসা তাসের

ঘরের মতো ভেঙে পড়তে

প্রস্তুত যখন তখন।

আবেগহীনতার নোনা লেগে লেগে খসে পড়ে বিশ্বাসের দেয়াল ঝুরঝুরে রাবিশের মতো।

আতঙ্কে কাটে প্রতিটি প্রহর

সম্পর্ক ধ্বসে পড়ার আশংকায়

 312 total views,  2 views today