অমর শহীদ জওয়ান

কলমে – মুজিবর রহমান মল্লিক

অমর শহীদ জওয়ান,

   দেশের জন্য কর প্রাণ বিসর্জন,

হে অমর জয় জওয়ান,

মা,বাবা,স্ত্রী,কন্যা,পুত্রকে ছেড়ে কর আত্ম বলিদান!

হে শহীদ জয় জওয়ান,

    অশ্রু ভেজা চোখে রহে সব আপনজন।

হে অমর শহীদ জয় জওয়ান,

        দেশ মাতৃকার অশ্রু কর মোচন।

হে অমর শহীদ জয় জওয়ান,

    কর  তোমরা শহীদের  মৃত্যুবরণ।

হে অমর শহীদ জয় জওয়ান,

      সীমান্তে পাহারায় থাকো রাত দিন।

হে অমর জয় জওয়ান,

     তোমরা দেশ মাতার অতন্দ্র প্রহরী।

হে অমর শহীদ জয় জওয়ান,

     যুগে যুগে তোমরা দেশ রক্ষাকারী।

হে অমর শহীদ জয় জওয়ান,

     দেশবাসী নত মস্তকে করে তোমাদের স্মরণ।

হে অমর শহীদ জয় জওয়ান,

  দেশ মাতা তোমাদের জন্মের করে আহ্ববান!

 50 total views,  6 views today