অমর প্রেম

কলমে – বিজন চন্দ

(টালিগঞ্জ ,কলকাতা,ভারত)৯৪৩৩১১২০৯২

 

হাজার বছর চেষ্টা করেও তোমায় ভুলতে পারলাম না।

যখন তোমাকে ভুলতে চাই ,তখন ভালোবাসার আবেশে জড়াই। যখন তোমাকে দেখতে চাই না, তখন  চোখ খুললেই দেখতে পাই ।

যখন তোমাকে দূরে ঠেলে ফেলি, তখন আরো কাছে দেখি।

 যখন তোমাকে ধরে রাখতে চাই না, তখন হৃদয়ে দাও উঁকি ।

আজ যখন  ওড়নাটা গলায় জড়াবো,তখন দুরন্ত বাতাস এসে শহীদ হতে দিল না ।

 

বলে গেল—-

ভালোবাসায় কষ্ট আছে

হৃদয় যায় পুড়ে ,

নষ্ট সুখের জ্বlলা গুলি

ফুলকি হয়ে ওড়ে।

 

তবু ছাইয়ের মাঝে হাতের বেড়াই সকল কষ্ট ভুলে,

অসীম সুখের স্বপ্ন যদি

প্রেম হয়ে জ্বলে।

অভিমানের দুয়ার খুলে

আজো আছি বসে

মধুর স্মৃতি আঁকড়ে ধরি

তোমায় ভালোবেসে ।

 

কখনো যদি শুনতে পাও

নদীতে গেছি, মিশে

আঁচল খানি  ভিজিয়ে নিও

একটু ভালোবেসে।

 

কখনো যদি দেখতে পাও 

তারা হয়ে গেছি,

পিছনে ফিরে তাকিয়ে দেখো 

ছায়া হয়ে আছি।

 

যদি দেখো গভীর রাতে

ঘরে ঢুকেছে আলো,

ভালোবাসার গল্প গুলি

তাকেই সব  বলো।

 

যদি দেখো ভোর বেলায়

সব কুয়াশায় ঢাকা,

হাত বাড়িয়ে ডাকবে আমার

তখন পাবেই দেখা।

 

কালবৈশাখী রুদ্র তেজ

যদি ঘটায় সর্বনাশ ,

বাতাস হয়ে তোমার গায়ে

থাকবো বারোমাস।

 171 total views,  2 views today