“আমি হব শিকড় “

কলমে – সুমিতা পয়ড়্যা
চলে যেতে চাও; যাও চলে
কথা বলবে না; বোলো না
দেখতে চাও না;দেখো না
চোখ বন্ধ করলে;বন্ধই রাখ
মনের দরজা তার কি হবে!
উন্মুক্ত হবে আকাশের দিকে
তুমি গাছ হবে, আমি হব শিকড়।
তুমি বৃষ্টি ধারায় সতেজ হবে
আমি আকণ্ঠ পান করব,
তুমি ডালে ডালে দোল খাবে
আমি আঁকড়ে ধরব মাটিকে,
আদরে সোহাগে ভরাবে বাতাস
আমি তখন যন্ত্রণার এগুলিতে ওগলিতে খুঁজে বেড়াব বাঁচার রসদ।
আলোতে সবুজের সমারোহে কত উচ্ছ্বাস-
উদার আকাশের সাথে সখ্যতা-
মেঘ-বৃষ্টির খেলার সাথী –
তোমার বসন্তের জন্য দখিনা বাতাস,রঙিন জীবন, উষার আলো-
সব -সবটা তোমার।
আর আমি ধুলি-ধূসরতায় নিজেকে নিঃশেষ করব
অন্ধকার থেকে দেখব সেই আলোর ছটা।
159 total views, 2 views today











