আমার মা
কলমে – সুশান্ত সাহা
ডাকবাংলা মোড়, বারাসাত
……………………..
সবচেয়ে বেশি আদর পেয়ে
যে ছিল মোর বুকে
সে তো আমার জন্মদাত্রী
মা-ই বলে লোকে…
হাসতে হাসতে পড়তে যাওয়া
খেলতে খেলতে ফেরা
এ দুনিয়ায় সবার মা-ই আমার মা
কিন্তু জন্মদাত্রী সেরা।
ঘুমের চোখে আদর মেখে
গাল ফুলিয়ে কাঁদা
মা-ই তখন বলতো কানে
মানুষ হও তো বাবা…
লোভ লিপ্সা মাপতে শেখা
পড়ার সময় জানা
ঠিক ঠিক ঠিক স্বপ্ন বিছিয়ে
মা দিত যে রাস্তা একটানা…।
দুঃখ কান্না মাঝে কখন
নিজেই নিত তুলে
রোদ ছড়াতো পথ গুলোতে
সুখ দুঃখ সব ভুলে।
গর্ভ ভরে রাখতো ধরে
ভালোবাসায় মুড়ে
স্বপ্ন একই সব মায়েরই
সারা দুনিয়া জুড়ে….