আমার কেউ
✍ সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী
চন্দননগর, হুগলি
ভোরের শিশির লাগিয়ে গায়ে
দূর আকাশ যে আবছা হয়।
ঝাপসা চোখে ঘুমের ঘোর
তবুও জানি,
পাশে আছে আমার কেউ।
মনের দুঃখ কবর পেয়ে
জমা জলে আলতো ঢেউ।
কোলাহলের ব্যস্ত ভিড়ে
তবুও জানি,
পাশে আছে আমার কেউ।
সন্ধ্যা হলে তারার মাঝে
শুকতারাটা জায়গা বাছে
হাসতে থাকে অট্টহাসি
হালকা মেজাজ সুখের কেউ
তবুও জানি,
পাশে আছে আমার কেউ।
স্বপ্নে বোনা রূপের চাদর
নিঝুম সেজে দিচ্ছে আদর,
কেউ না থাকুক —আমি আছি
গায়ের কাছে,—-বলছে কেউ,
তবুও জানি,
পাশে আছে আমার কেউ।
……………………………………………………………………………………………………