আমার হিন্দুস্থান
কলমে: সুশান্ত সাহা
ঝাকা ভর্তি নানান পুতুল
করছি কত নাম
শুনছে কিন্তু সবাই মিলে
রহিম আর রাম…
দাম কত সব বলছে ওরা
সুর মিলিয়ে তালে,
রাম- রহিমের দামা-দামিতে
পড়বেনা আর জালে।
চলছি টেনে বোঝা মাথায়
পাড়ার পর পাড়া
বলছি হেঁকে কম দামেতে
যাও নিয়ে যাও সারা….।
ভালো-মন্দ সবই আছে
মিলেমিশেই তারা
কোন মন্ত্রেই কাজ হয় না
হয় না হাতছাড়া…।
তবুও কেমন আনমনা সব
ঝরছে যদিও ঘাম
দিলাম গুজে কানে কত
মন্ত্রের নানান ধাম
ঘুরছি বটে মাথায় করে
পাচ্ছিনা ঠিক দাম
পেলাম শেষে খুঁজে আবার
আমার হিন্দুস্থান….।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-