আমার আকাশ

কলমে – সুশান্ত সাহা
আঁকছি বসে আকাশ খানা
আমার মতো করে
সূর্য্য সেথায় একই রকম
স্বপ্ন দেব ভরে !
আগবাড়িয়ে যখন তখন নেবো
তারা পেরে
মনভরে ঠিক আলো নেবো
অন্ধকার সব ছেড়ে
হাওয়ায় হাওয়ায় লিখবো চিঠি
মনের কথার সুরে
পারবে পড়তে স্বপ্ন আমার
ছড়াবো বিশ্বজুড়ে !
শুনতে পাবে কান্না মনের
আকাশ নিয়েছে চিনে
বাতাস হবে ঝড়ের মতোন
রোদে ফিনফিনে ۔۔
তোমার চিঠিও এপার থেকে
পড়বো আমি রোজ
মিলবো তখন তুমি আমি
থাকবেনা আফসোস
মেলাবো তখন মনের কান্না
কোন সুরেতে আছে
নতুন সুরের ছন্দ দিয়ে
ছড়াবো চার পাশে ۔۔۔
থাকবেনা তখন তফাৎ কিছুই
যেই দেশেতেই থাকি
একই সুরে গল্প হবে
স্বপ্ন বাদ বাকি ۔۔۔
একই আকাশ তোমার আমার
সব দেশেরই ছাত
দিন রাত্রির অদল বদল
ঘুমেই সারা রাত ,!,
বইগুলো সব পরার যত
মেলাবো এক এক করে
সব ভাষারই ভাবনা এক
থাকবো আদরে ۔۔
সেই আকাশটা আঁকতে বসে
দেখছি এখন আমি
যুদ্ধ করি মিছি মিছি
ঝড়াই রক্ত ঘাম-ই ۔۔۔۔
290 total views, 2 views today
 
		












