কবিতা :- আগামীতে

কলমে – সুশান্ত সাহা

 

দিয়েছি সব কিছু ঠেলে ফেলে

বাড়াবনা পাপের বোঝা

নতুন দিনে নতুন করে

 আলো মাখা ঝড় খোঁজা ۔۔۔

যত অপমৃত্যু মৃত্যু ধর্ষনে ছিল

নানান  ওঠা  -নামা

জড়ো করে এগিয়ে গিয়েছে

সব  একাই তিলোত্তমা ۔۔۔

 

সাগর থেকে  নদী আসমুদ্র হিমাচল

প্রতিবাদের যত ভাষা

এক হয়ে  গেয়েছিলো যে গান

শব্দ চয়নে আগুন  ঠাসা

সেই ঝড় দেখি ঠিক মেঘ

হয়ে রোয়েছে ঢাকা

স্বপ্নে সবার কি সুন্দর

রক্ত দিয়ে  লেখা   ۔۔۔۔

 

সন্ধ্যা নামে দিগন্ত বলয়ে

রাত্রি ঢাকে খামে

জ্যোৎস্না মশারিতে বিনিদ্র  রাত

তিলোত্তমা তোমারইতো  নামে !

খুঁজছি আকাশে -বাতাসে তোমার ছায়া গ্রহ নক্ষত্রের কোলে

আছো শুয়ে নিদ্রায় সুখে

ধর্ষিত লজ্জিত আমরাও বলে

তুমিতো দিয়ে গেলে ডাক বিচারের

রক্ত বন্যার অক্ষরে অক্ষরে

মানুষ থেকে মানুষ দেশ থেকে দেশান্তর প্রশ্ন সবারই একস্বরে

 

দস্যু ডাকাত ওরা  নয়

কীটের ও অধম হায়

ওদের হিসেব ক্ষমতার লোভ

বারংবার আমাদেরই ভুলে আমাদেরই খায়

বুঝোনা ভুল তিলোত্তমা তুমি

আগুনের নিভু আঁচে

কালো মেঘ বুনছে ঝড় সবার

মনের আনাচে কানাচে ۔۔

 

পথ সঠিক নেবো চিনে

এগোতে এগোতে অন্ধকারে

তুমি উত্তাল উদ্দাম আগামী

সময়ের অন্তরে অন্তরে ۔۔۔۔۔۔

Loading