৩০ বছর পর জন্মাষ্টমীতে বিরল গ্রহ যোগ ! শ্রীকৃষ্ণের কৃপা থাকবে ৩ রাশির উপর
বহু সম্মান ও পুরষ্কারে ভূষিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক রাশিফল বিচারের লেখক
আচার্য্য পি.শাস্ত্রী
(স্বর্ণপদক প্রাপ্ত)
9836738810 / 8697296783
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেশজুড়ে মহা ধুমধাম করে উদযাপিত হয় শ্রীকৃষ্ণের শিশু রূপ নাড়ু গোপালের জন্মদিন। এই উৎসব সারা ভারতে কৃষ্ণ জন্মাষ্টমী বা জন্মাষ্টমী নামেই পরিচিত। এই বছর (২০২৩) ৬ ও ৭ সেপ্টেম্বর পালিত হচ্ছে জন্মাষ্টমীর অনুষ্ঠান।
হিন্দু পঞ্জিকা অনুসারে, এই বছর জন্মাষ্টমীতে বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের দুর্লভ সংযোগ থাকবে। এ দিন শনি তার স্ব-রাশি কুম্ভে অবস্থান করবে। চন্দ্র থাকবে বৃষ রাশিতে। এ দিন থাকবে রোহিণী নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রেই জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। এর পাশপাশি এদিন গঠিত হবে সর্বার্থ সিদ্ধি যোগ।
৩০ বছর পর এ বার জন্মাষ্টমীতে এক বিরল সংযোগ ঘটতে চলেছে। এই শুভ যোগের জন্য এই বছর আরও বৃদ্ধি পেয়েছে জন্মাষ্টমীর মাহাত্ম্য। জ্যোতিষ গণনা অনুসারে, এই বছর জন্মাষ্টমীতে গোপালের কৃপা থাকবে তিন রাশির জাতকদের উপর। তাঁদের ভাগ্য খুলবে এই সময়।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের কপাল খুলবে এ বার জন্মাষ্টমীতে। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কোনও বড় কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এতদিন আপনার করা পরিশ্রমের ফল এবার লাভ করবেন। চাকরি ক্ষেত্রে আপনার ভাল পারফরম্যান্সের কারণে পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আয় বাড়বে এবং ব্যবসায় বৃদ্ধি হবে। স্বাস্থ্য ভাল থাকবে। মনে সুখ ও শান্তি বজায় থাকবে।
কর্কট রাশি
জন্মাষ্টমীর পূণ্য তিথিতে গোপালের আশীর্বাদে ভাগ্য খুলে যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। এই সময় বিশেষ ভাবে লাভবান হবেন এই জাতকরা। মনের সব ইচ্ছা পূরণ হবে। জীবনে সুখ, শান্তি থাকবে। ব্যবসায়িক প্রচেষ্টায় ভাল ফলাফল পাবেন। যাঁরা লভ রিলেশনে আছেন, তাঁদের কাছে এই সময় বিবাহের প্রস্তাব আসতে পারে। প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। অর্থ বিনিয়োগ করার জন্য এটি উপযুক্ত সময়।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের উপর ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদ থাকবে। অর্থ উপার্জনের উৎস বাড়বে। ফলে আয় বাড়তে পারে। এই সময় বড় কোনও উন্নতি করার সুযোগ পাবেন আপনি। সব কাজেই সাফল্য লাভ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে যে বিবাদ চলছিল, তাও এই সময় কেটে যাবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি বজায় থাকবে। এই সময় আপনি কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন, যা আপনার জন্য লাভদায়ক হতে পারে। পার্টনারশিপ ব্যবসায়ীদের এই সময়টি ভাল কাটবে।
_________________________________________________________


