অব্যক্ত প্রেম

 

প্রসূন বিশ্বাস 

৪সি কাশী নাথ দত্ত রোড, কলিকাতা ৭০০০৩৬

 

তোর  অচেনা শহরে আমি পথিক মধুমিতা,

লিখি আমার চেনা স্রোতের স্বার্থের কবিতা।।

আঁধার রাতে কাব্যগুলির তুই প্রতিবিম্বের মৃন্ময়ী,

শরীর জুড়ে অবাধ্য ঝড়ের বীজ রোপণের ভূমি।।

হতে চাই আমি তোর ঐ আবেশের পশম,

মায়াবী শুকনো পাতার স্মৃতির কসম।।

তুই  এক রুপময় অনিন্দ সুন্দর মেঘ বালিকা ,

চাহিয়া রহি আমি যদি প্রিয়সীর পাই দেখা ।।

দূর নীলিমায় তুই আমার হাজার তারার ফুল,

জোৎস্নায় রঙিন হৃদয়ের আশা নদীর কুল।।

তোর  ঐ নিঃশব্দ শহরে একাকী মননে হাঁটি,

আবদ্ধে বেঁধেছিস  অক্ষমতার বানোয়াট নীতি।।

দেখবো তোর  দূর দুরান্তের ঐ প্রানের শহর ,

আত্মহৃদয় দেবো আমি রক্তিম পাতায় তোর।।

শোনরে তোকে হয়নি বলা শেষ বেলার সে কথা,

আমার হিয়ার মাঝে গোপন ঘরে রাখা এক ব্যাথা।।

ফিরে যেতে চাই ঐ আত্মচিত্তের পূর্ণ তীরে ,

শূন্য হৃদয় পূর্ণতা পাক বেদনার আবেগঘন ভীড়ে ।।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading