আকাশপ্রদীপ
✍️ – অদিতি মুখার্জী সেনগুপ্ত
সংক্ষিপ্ত কবি পরিচিতি:-কবির জন্ম ২০শে জুন, ১৯৭১ সালে উড়িষ্যা রাউরকেল্লায়। বাবা ও দাদার অণুপ্রেরণায় ও বাংলা ভাষার প্রতি অগাধ ভালোবাসা থেকেই লেখা শুরু। প্রিয় সাহিত্যিক বত্রিশা অণুকবিতার ও রসিকা অণুকবিতার শ্রষ্ঠা ,অর্পিতা কামিল্যার সহযোগীতায় বত্রিশা অণুকবিতার ‘একক পরাগ’ প্রকাশিত হয়েছে।তার লেখা বই “ছোটদের কাণ্ডকারখানা”- কলম সৈনিক সাহিত্য পরিবার থেকে তুলসী জানা স্মৃতি পুরস্কার এবং মরিচীকা প্রকাশনীর বর্ষবরণ উৎসবে সেরা সাহিত্যিক পুরস্কারে পুরস্কৃত হয়েছে।
……………………..
আকাশপ্রদীপ হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।এটি ১৯৩৯ সালে প্রকাশিত হয়।এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “অন্ত্যপর্ব”-এর একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
রবীন্দ্রনাথ তাঁর “আকাশপ্রদীপ” কাব্যগ্রন্থটি সুধীন্দ্রলাল দত্তকে উৎসর্গ করেন।
রবীন্দ্রনাথের অন্ত্যপর্বের অন্যান্য কাব্যের মতই “আকাশপ্রদীপ” গ্রন্থেও মানবজীবনের আনন্দ-হতাশার কথা বর্ণিত হয়েছে।এতে যেসব আধুনিক কবি রবীন্দ্রনাথের কাব্যসৃষ্টিকে কালবারিত বলে মনে করতেন তাঁদের প্রতি কিঞ্চিৎ কটাক্ষ আছে।